কুলাউড়ায় শিক্ষকদের নিয়ে ইংরেজি বিষয়ের দক্ষতা বৃদ্ধিতে ১২দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কুলাউড়া প্রতিনিধি: জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) কুলাউড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ৪০ জন ইংরেজি শিক্ষকদেরকে নিয়ে ইংরেজি বিষয়ে দক্ষতার বৃদ্ধির লক্ষে ১২ দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও পুরস্কার বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানে শিক্ষক ও প্রশিক্ষক শাহ আবু মোহাম্মদ আজিজুল করিমের সভাপতিত্বে শিক্ষক ও প্রশিক্ষক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সফিকুল ইসলাম। প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেন নবীন চন্দ্র সরকারি মডের উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সেলিম আহমদ,২য় স্থান অর্জন করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহজাহান আলম।যৌথভাবে ৩য় স্থান অর্জন করেন নবীন চন্দ্র সরকারি মডের উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সামছুল ইসলাম ও রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারি শিক্ষক মোঃ আলিউল হক। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছ থেকে সনদ ও পুরুস্কার গ্রহণ করেন ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষকরা।
মন্তব্য করুন