কুলাউড়ায় সরকারি বালু চুরি, তিনজনের নামে মামলা
এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় নিলামযোগ্য সরকারি বালু চুরির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত করে থানায় মামলা করেছেন উপজেলার হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মতিউর রহমান।
মামলায় অভিযুক্ত হলেন ওই ইউনিয়নের দাউদপুরের খুরশেদ আলীর ছেলে তারেক আহমদ, মরতুজ আলীর ছেলে জুনাব আলী ও চান্দগাঁওয়ের তাজু মিয়ার ছেলে মো. সাবলু মিয়া।
মামলায় মতিউর রহমান উল্লেখ করেন, মনু নদী থেকে চরকাটিং করা নিলামযোগ্য সরকারি বালু হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় স্তূপ করে রাখা হয়। কিন্তু তারেক আহমদসহ কয়েকজন ব্যক্তি রাতের আঁধারে সেই বালু চুরি করে নিয়ে গেছেন। বিভিন্ন সময়ে তারা প্রায় ১ লক্ষ ঘনফুট বালু চুরি করেছেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, সরকারি বালু চুরির একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, ওই চোরচক্রকে আটক করতে হাজীপুর এলাকায় বিভিন্নসময় অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাদের পাওয়া যায়নি। তারা সরকারের প্রায় ৫ লক্ষাধিক টাকার বালু চুরি করেছেন।
মন্তব্য করুন