কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

December 28, 2024,

এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার ২৭ ডিসেম্বর বিকেলে ‘ঘাগটিয়া টাইটানস’র উদ্যোগে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া মাঠে প্রধান অতিথি হিসেবে কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘাগটিয়া টাইটানসের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণ সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই।

ঘাগটিয়া টাইটানসের অন্যতম সদস্য মাহবুব আলম রাসেলের সভাপতিত্বে ও ঘাগটিয়া প্রতিভা আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক জুনাব আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক রাহাত আহমদ সিপার, ইফতেখার উদ্দিন মান্না ও অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের।

এ সময় উপস্থিত ছিলেন সুমনের বাবা আব্দুর রউফ, ছয়ফুল আহমদ, সিপু আহমদ, আব্দুল হান্নান, জাকির আহমদ, মুরাদ খাঁন, জুবের আহমদ, জাকির হোসেন পিন্টু, জাকির খাঁন, নোমান আহমদ, আবু সাইদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ টুর্নামেন্টে মোট ২৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে আনভিটেন কুলাউড়া এবং মিরশংকর ক্রীড়া সংস্থা প্রতিদ্বন্দ্বিতা করে। উদ্বোধন উপলক্ষে মাঠকে বর্ণিলভাবে সাজানো হয়। বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন লাগিয়ে সুন্দরভাবে তৈরি করা হয় গ্যালারি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com