কুলাউড়ার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রে প্তা র

December 19, 2024,

এস আর অনি চৌধুরী : সিলেটে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গু লি তে সাংবাদিক এটিএম তুরাব হ ত্যা মা ম লা র অন্যতম আ সা মি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার দস্তগীরকে গ্রে প্তা র করেছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার ১৮ ডিসেম্বর বিকাল ৫টার দিকে শেরপুর থেকে তাকে গ্রে প্তা র করা হয়। পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দস্তগীর মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ জামান বলেন, বিকেলে তাকে শেরপুর থেকে গ্রে প্তা র করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা চলমান আছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সিলেটে ছাত্রজনতার মি ছি লে পুলিশের গু লি তে শ হী দ হন সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় গত ১৯ আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৮ জনের নামে মামলা তার ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।

মা ম লা য় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) সাদেক কাউছার দস্তগীর, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। মা ম লা য় অ জ্ঞা ত পরিচয় আরও ২০০-২৫০ জনকে আ সা মি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com