কুলাউড়া উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি : ২৪ মার্চ ২৩ রমজান সোমবার শহরের তাজুল রেষ্টোরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস কুলাউড়া উপজেলা শাখার যৌথ উদ্দোগ্যে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মাও: আবুল কালাম আজাদ ও সহ সাধারণ সম্পাদক মাও: আমিম আহমদ শাম্মাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি শায়খুল হাদীস মাওঃ ইউনুস আহমদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা রফিকুর রহমান, সহসভাপতি আব্দুস শুকুর, সহসভাপতি মাও: আব্দুল হাসিব, আজিজুর রহমান জুয়েল, বাংলাদেশ সহসভাপতি ফয়জুর রহমান সিদ্দিকী, মাও: কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মাও: উবাদুর রহমান তুলা ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মাও: আল মাহমুদ উমায়ের ও প্রশিক্ষণ সম্পাদক মাও: তাফাজ্জুল আহমদ, শরিফপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাও: নুরুজ্জামান ও খেলাফত মজলিস রাউতগাও ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মুহিত প্রমুখ। বক্তারা বলেন, রমজান মাসে সবচেয়ে বেশি যে মূল্যবোধটি গড়ে উঠে তা হলো সহনশীলতা। রোজা রেখে মুসলমানরা খাবার, পানীয় ও শারীরিক সুখ-সুবিধা থেকে বিরত থাকে, যা তাদের সহিষ্ণুতা এবং ধৈর্য বৃদ্ধি করে। মানুষের এই ধৈর্যশক্তি শুধুমাত্র তার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য নয়, বরং এটি তার সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করে।
এসময় সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন