কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের অভিষেক, ইফতার মাহফিল ও সংবর্ধনা

March 30, 2025,

মাহফুজ শাকিল : মধ্যপ্রাচ্যের দেশ কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান, ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৬ মার্চ কাতারের রাজধানী দোহার স্থানীয় রেষ্টুরেন্টে ফিরোজ আব্দুল আজিজে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

সংবর্ধিত অতিথি ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক তিন বারের সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান। সংবর্ধিত অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান বলেন, আমরা কুলাউড়াবাসী সবাই এক পরিবারের সদস্য। কাতার কমিউনিটিতে বিভিন্ন দল, মত ও আদর্শের বিশ^াসী মানুষ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই কুলাউড়াবাসী। কাতারে যারাই অবস্থান করছি সকলের নাড়িপোতা রয়েছে কুলাউড়ার পবিত্র মাটিতে। সেই দিক থেকে আমরা কুলাউড়াবাসী আমাদের মধ্যে দল, মত আদর্শের পার্থক্য থাকলেও কুলাউড়ার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। কাতারে অবস্থানরত সকল কুলাউড়িয়ানদের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।

বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন কাতারের সভাপতি ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শাহাজান মিয়া, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী জাহাঙ্গীর, কমিউনিটি নেতা ফজলুল করিম, আনা মিয়া, আব্দুল খালেক, সৈয়দ হারুনুর রশিদ, মকবুল মিয়া, আব্দুস সালাম ফুল, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমদ, সদস্য তারেক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফজলুর রহমান। বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আমির উদ্দিন, সংগঠনের মনজুরুল ইসলাম আব্বাস, নোমান, মাসুম, রেজাউল করিম সোহাগ এবং সেলিম আহমদ। দোয়া পরিচালনা করেন মাওলানা সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে উক্ত কাতারে অবস্থানরত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাতারে বসবাসরত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সমন্বয়ে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’। প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে অবদান রাখার মহৎ উদ্দেশ্যে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি দীর্ঘদিন থেকে কুলাউড়ার আর্ত-মানবতার সেবায় কল্যাণকর কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com