কুলাউড়া পৌরসভার বাসা-বাড়ির জমানো ময়লা সংগ্রহ করবে ভ্রাম্যমান গাড়ি
মাহফুজ শাকিল : কুলাউড়া পৌরসভায় প্রথমবারের মতো পৌর নাগরিকদের বাসা-বাড়ির জমানো ময়লা-আবর্জনা সংগ্রহ করবে পৌরসভার ভ্রাম্যমাণ গাড়ি।
শুক্রবার ১০ জানুয়ারী সকাল সাড়ে এগারোটায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাগুরাসহ অন্য ওয়ার্ডের আংশিক এলাকায় ময়লা সংগ্রহের কাজের জন্য ভ্রাম্যমাণ গাড়ীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাগুরা আবাসিক এলাকার বাসিন্দা নাজমুল বারী সোহেলের পরিচালনায় বক্তব্য দেন পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান, সাবেক কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, মাগুরার বাসিন্দা শিক্ষক জ্যোতি বিকাশ দে, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসরাইল আলী, সমাজসেবক ব্যবসায়ী কাদেরী কিবরিয়া চৌধুরী, হাজী আক্তার আলী, সুজিত দে, কামাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ময়নুল হক পবন, আশিকুল ইসলাম বাবু, সামছুদ্দিন বাবু, ফাহিম ইকবালসহ মাগুরা এলাকার নাগরিকবৃন্দ।
পৗর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, কুলাউড়া পৌর এলাকাকে পরিষ্কার-পরিছন্ন রাখতে পৌরসভার পাঁচটি ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে প্রতিদিন সকালে বাসাবাড়িতে জমানো ময়লা সংগ্রহ করা হবে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকা থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি।
তিনি আরো বলেন, পৌরসভার অনেক নাগরিকগণ বাসাবাড়িতে জমানো ময়লা ইচ্ছে করে নির্ধারিত ডাস্টবিনে না ফেলে পৌরসভার ড্রেন ও সড়কের পাশে ফেলে দিতেন। এতে পরিবেশ বিনষ্ট হতো। সেই চিন্তা থেকে একটি সুন্দর ও বাসযোগ্য পৌরসভা বিনির্মানে ভ্রাম্যমান গাড়ি দিয়ে বাসাবাড়ির ময়লা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার বাকি ওয়ার্ডগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে। এতে পৌরসভার সকল নাগরিকদের ভ্রাম্যমান গাড়িতে জমানো ময়লা হস্তান্তর করে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মন্তব্য করুন