কুলাউড়া প্রেসক্লাব থেকে পদত্যাগ করলেন সাংবাদিক আব্দুর রব ভুট্টো
মাহফুজ শাকিল : দীর্ঘ ১৫ বছর ধরে কুলাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি না হওয়া এবং আওয়ামী দো’স’র’দে’র নিয়ে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করার প্র’তি’বা’দে কুলাউড়া প্রেসক্লাবের সদস্য পদ থেকে প’দ’ত্যা’গ করেছেন প’তি’ত আওয়ামীলীগ সরকারের বি’রু’দ্ধে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আ’ন্দো’ল’নে প্রবাসে থেকে হাতেগোনা যে কয়জন সাংবাদিক অগ্রণী ভূমিকা রাখেন তাদের মধ্যে অন্যতম লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক, শীর্ষ নিউজের সাবেক মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব ভুট্টো।
সোমবার ৩০ ডিসেম্বর বিকেলে তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে প’দ’ত্যা’গ করেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ফ্যা’সি’বা’দে’র আদলে গত ১৫ বছর যাবত কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক পদ আঁকড়ে আছেন। এই অনিয়মের প্র’তি’বা’দে আমি আজ প্রেসক্লাব থেকে প’দ’ত্যা’গ করলাম। হা’সি’না পালানোর পর সারাদেশের প্রেসক্লাব দো’স’র’মুক্ত হলেও কুলাউড়া প্রেসক্লাব দো’স’র মুক্ত হয়নি কিছু সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্য। এসব সুবিধাভোগীদের ব্যাপারে দলের হাইকমান্ড নিশ্চয়ই ব্যবস্থা নিবে। যারা সরকারি চাকরি করে ফ্যা’সি’বা’দে’র দো’স’র’দে’র মদদ দিচ্ছেন তাদেরকে দ্রুত চাকরিচ্যুত করতে হবে। আমি তিন মাস আগে কুলাউড়ায় আসলে প্রেসক্লাবের নেতারা আমাকে আশ্বস্ত করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রকৃত সাংবাদিকদের নিয়ে কমিটি গঠন হবে। দুঃখের বিষয় তারা সেটা না করে শে’খ হা’সি’না’র আদলে নিজেরাই ওই কমিটির ৬ মাস মেয়াদ বৃদ্ধি করেন। আমি চেয়ে ছিলাম কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের একত্রিত করতে, কিন্ত দো’স’র’দে’র কারণে সেটা সম্ভব হয়নি।
আমি কুলাউড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি, সরকারি কোনো অনুষ্ঠানে ফ্যা’সি’বা’দে’র দো’স’র’দে’র যাহাতে আমন্ত্রণ জানানো না হয়। সরকারি কোনো অনুষ্ঠানে তারা যেনো অংশগ্রহণ করতে না পারে। তাদের মাধ্যমে প্রশাসনিক তথ্য পাচার হয়ে থাকে।
জেলা প্রশাসকসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছি ফ্যা’সি’বা’দে’র দো’স’রে’রা যেনো সরকারি কোনো সুযোগ সুবিধা না পায়। প্রেসক্লাবের ফ্যা’সি’স্ট আচরণ ও ১৫ বছরের অ’নি’য়’ম দু’র্নী’’তির বিষয়ে ত’দ’ন্তে’র জন্য আমি তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন এবারের স্বাধীনতা আমাদের ১৫ বছরের আ’ন্দো’ল’নে’র ফসল। এ বিজয় আমরা হাত ছাড়া হতে দিবো না।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শে’খ হা’সি’না সরকারের পতনের পর চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ১৪ বছর নির্বাসিত জীবন কাটিয়ে প্রথম দেশে ফিরেন সাংবাদিক আব্দুর রব ভুট্টো। দেশে ফিরলে গত ১৮ সেপ্টেম্বর কুলাউড়া প্রেসক্লাবের পক্ষ থেকে আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা দেয়া হয়। সাংবাদিক ভুট্টো কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভাটুৎগ্রাম গ্রামের মৃত নছর মিয়ার ছেলে।
আব্দুর রব ভুট্টো লন্ডনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শে’খ হা’সি’না’সহ মন্ত্রী-আমলাদের নিয়ে ‘ক’টু’ক্তি’মূ’ল’ক এবং রা’ষ্ট্র’বি’রো’ধী’ পোস্ট ও কনটেন্ট প্রচার করার কারণে ২০২২ সালের অক্টোবর মাসে দেশে থাকা তাঁর ছোট ভাই রাউৎগাঁও ইউপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির মনুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাঁর বি’রু’দ্ধে বিভিন্ন মা’ম’লা দিয়ে হয়রানী করা হয়। তাঁর ফেসবুক, টুইটার আইডি বন্ধ করে আওয়ামী সরকারের পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছিল।
জনপ্রিয় অনলাইন শীর্ষ নিউজে কাজ করার সময়’র সম্পাদক একরামুল হক গ্রে’প্তা’রে’র পর লন্ডনে যান ভুট্টো। শীর্ষ নিউজে একটি সংবাদ প্রকাশের পরই ভুট্টোকে গ্রে’প্তা’রে’র নির্দেশ দেয়া হয়েছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের আরব আমিরাতে বিলিয়ন ডলারের আবাসিক প্রকল্প নিয়ে লন্ডন বাংলা চ্যানেলে ভিডিও প্রতিবেদন প্রকাশ করার পর হাছান মাহমুদ তার আত্মীয়কে দিয়ে চট্টগ্রামের চকবাজার থানায় ডিজিটাল নি’রা’প’ত্তা আইনে মা’ম’লা করেন।
এছাড়া আ’য়’না’ঘর নিয়ে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের সাক্ষাৎকার প্রচার করে দেশ-বিদেশে আলোড়ন তৈরি করেন ভুট্টো। সাংবাদিক আব্দুর রব ভুট্টো ভিডিওসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পতিত সরকারের অ’প’ক’র্ম ও মানবাধিকার ল’ঙ্ঘ’নে’র বি’রু’দ্ধে ভূমিকা রাখেন। শে’খ হা’সি’না ও তার পরিবারের সদস্য এবং সরকারের মন্ত্রী এমপি দু’র্নী’তি’র আর বিদেশে টাকা পাচারের একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন।
মন্তব্য করুন