কুলাউড়ার কাদিপুরে ৩দিন ব্যাপী অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাকিচার গ্রামে কাকিচার সনাতনী যুব সংঘের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে বিশ্ব মানবের মঙ্গল কামনার্থে ৩ দিনব্যাপী ১৪ তম অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের সম্প্রতি সফল সমাপ্তি হয়েছে। ৩ দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি, শ্রীশ্রী মদ্ভাগবত গীতা পাঠ ও ধর্ম আলোচনা ও রাত ১০টায় যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস।
৬ জানুয়ারী শুক্রবার ব্রাহ্মমুহুর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের শুভ সূচনা, বেলা ১টায় মহাপ্রসাদ বিতরণ। শনিবার নামযজ্ঞ সমাপনান্তে দধিভান্ড ভঞ্জন, ব্রজের ধূলি গ্রহণ, মধ্যাহ্ন ভোগারতি ও মহান্ত বিদায়। উক্ত অনুষ্ঠানের শ্রীনাম সুধা পরিবেশন করেন সরস্বতী সম্প্রদায়-সাতক্ষীরা, মা সিদ্ধেশ্বরী সম্প্রদায়-কুমিল¬া, শ্রী শ্রী রাধাগোবিন্দ সম্প্রদায়-কাকিচার, ্ব্রজবালক সম্প্রদায়-মাধবপুর।
অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান চলাকালীন সময়ে পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সেলিম আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, ইউপি সদস্য মোঃ মনির মিয়া, সাবেক ইউপি সদস্য মন্টু দেবনাথ, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার জেলা ব্যুরো প্রধান মাহফুজ শাকিল।
উৎসব পরিচালনা কমিটির সভাপতি অনন্ত বিশ্বাস ও সাধারন সম্পাদক দীপক দেবনাথ শান্তিপূর্ণভাবে ৩ দিনব্যাপী ১৪ তম অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের সফল সমাপ্তি হওয়ায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
মন্তব্য করুন