কুলাউড়ার জয়চন্ডীতে পুলিশের জনসচেতনামূলক সভা
এইচ ডি র”বেল॥ জঙ্গিবাদ, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও এলাকায় নাশকতা প্রতিরোধে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে এক জনসচেতনামূলক সভার আয়োজন করা হয়। কুলাউড়া থানা পুলিশের আয়োজনে ১৪ আগস্ট রোববার দুপুরে শতাধিক মানুষের উপস্থিতিতে ইউনিয়নের হলর”মে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও এলাকায় নাশকতা প্রতিরোধসহ আইনশৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে জনসচেতনামূলক বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সামছুদ্দোহা পিপিএম। অনুষ্ঠানে ইউনিয়নে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরি-ডাকাতি এবং এ থেকে উত্তরণে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমর”। এছাড়াও বক্তব্য দেন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল মতলিব, ২নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান আলী, ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল খালিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনেরসদস্য নাদেরা খানম, ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের সদস্য সেলিনা বেগম, ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত আসনের সদস্য আমির”ন নেছা। সাধারণ সদস্য আজিজ উদ্দিন লবিক মরি, বিমল দাস, শামীম আহমদ, শংকর উরাং, মনু মিয়া, আজমল আলী ও রমজান আলী। এসময় জয়চন্ডী ইউনিয়নের সচিব আব্দুল বারি, উদ্যেগক্তা মুসলিম আহমদসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন