কুলাউড়ার জয়চন্ডী আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের শিগগির কার্য ক্রম শুরু হচ্ছে

August 16, 2016,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি মাস্টার আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হচ্ছে শিগগির। ইতিমধ্যে বিদ্যালয় স্থাপনের প্রাথমিকভাবে জায়গা নির্ধারণও করা হয়েছে। আর এখবর শুনে ওই ইউনিয়নের বিদ্যালয়হীন চা বাগান আধ্যুষিত ১০-১২ গ্রামের মানুষের মাঝে দেখা দিয়েছে আনন্দের বন্যা। সরেজমিনে জানা গেছে, উপজেলা বৃহৎ জয়চন্ডী ইউনিয়নের রয়েছে মাত্র ২ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় দুটি ইউনিয়নের সীমান্তবর্তী পৃথক ২ এলাকায় হওয়ায় ইউনিয়নের মধ্যবর্তী গ্রাম সমূহের স্কুলের শিক্ষার্থীদের পড়তে হয় চরম বিপাকে। যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থীকে প্রাথমিকের গন্ডী পাড়ি দিয়েই ইতি টানতে হয় শিক্ষাজীবনের। তাদের এই বিষয়টি চিন্তা করে মধ্যবর্তী ওই গ্রামগুলোর সচেতসমহল একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের চিন্তা মাথায় নেন। তাদের এই চিন্তার সাথে একমত পোষন করে ওই এলাকার কৃতি সন্তান সাবেক জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এবং বর্তমানে বানিজ্য মন্ত্রনালয়ে সদ্য যোগদানকারী অতিরিক্ত সচিব আব্দুর রউফ মনসুর বিদ্যালয় স্থাপন কাজে এগিয়ে আসেন এবং যাবতীয় ব্যায়বার বহনের আশ্বাস দেন। তার এই আশ্বাসের পর প্রাথমিক পর্যায়ে বিদ্যালয় স্থাপনের কাজ শুর” হয়েছে। সম্প্রতি এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহনে কামারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল স্থাপনের লক্ষে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কামারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মেম্বার আব্দুস শহিদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রউফ মনসুর। আলেচনায় অংশ নেন কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  আতাউর রহমান (চন্দন), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুহিত, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতলিব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহিদ, শিক্ষানুরাগী মাওলানা আব্দুল ওয়াহিদ, আব্দুল লতিফ, আব্দুল গণি, চন্দন কুমার শীল, মুহিব উদ্দিন প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ মনসুরের পিতা এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার আব্দুস সামাদের নামে বিদ্যালয়টি নামকরণের সিন্ধান্ত নেয়া হয়। এবং কামারকান্দি গ্রামে বিদ্যালয় স্থাপনের জন্য জমি নির্ধারণ করা হয়। স্থানীয় উত্তর কামারকান্দি, দক্ষিণ কামারকান্দি ও দক্ষিণ গিয়াসনগর পাঞ্চায়েতের ওয়াকফ করা ৭৫শতক জমি বিদ্যালয়ের নামে দেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া বিদ্যালয় স্থাপনের অগ্রগতির লক্ষে সচিব মোঃ আব্দুর রউফ মনসুরকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এব্যপারে বিদ্যালয়ের সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান (চন্দন) ও বিশিস্ট ব্যবসায়ী আব্দুস শহিদ জানান, জয়চন্ডী ইউনিয়নে মাত্র দুইটি মাধ্যমিক স্কুল রয়েছে। কিন্তু স্কুল দুটি ইউনিয়নের পৃথক দুই সীমান্ত এলাকায় হওয়ায় ইউনিয়নের মধ্যবর্তি গিয়াসনগর, রঙ্গিরকুল, দক্ষিণ গিয়াসনগর, কামারকান্দি, দানাপুর, কোটাগাঁও, ঘাটকিয়া, গাজীপুর, মিরবক্সপুর, বিজয়া ও মেরিনা চা বাগান এলাকার শিক্ষার্থীরা স্কুলে যেতে চরম দূর্ভোগ পোহাতে হতো। তাদের কথা চিন্তা করেই এলাকাবাসী এ বিদ্যালয়টি স্থাপনের উদ্যোগ নিয়েছে। বিদ্যালয়টি স্থাপন হলে এ গ্রামগুলোতে শিক্ষার আলো আরও বিকশিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com