(ভিডিওসহ) কুলাউড়ার পৃথিমপাশার নবাব বাড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

August 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা নবাব বাড়িতে পবিত্র আশুরা পালিত পালিত হয়েছে। এখানে ডাক ঢোল বাজিয়ে ছুরি মাতমের মাধ্যমে কারবালা প্রান্তরে না গিয়ে নবাব বাড়ির আঙ্গিনায় বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে দশ দিনের আশুরার সমাপ্তি হয়। তবে লোকসমাগম ছিল চোখে পড়ার মত।
২০ আগষ্ট শুক্রবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা নবাব বাড়ি থেকে ১০ মহরম বিকেল সাড়ে ৪টায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়ে বাড়ির পাশে একটি ময়দানে গিয়ে, সেখান থেকে ইমামবাড়ায় এসে ছুরি মাতমের মাধ্যমে শেষ হয়।
সাড়ে ৩শত বছরের পূরনো ঐতিহ্যকে ধরে রেখে পৃথিমপাশার নবাব পরিবার মোতাওয়াল্লি সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান এর নেতৃত্বে এলাকার শিয়া সম্প্রদায়ের শতাধিক লোক সহ ছুন্নী সম্প্রদায়ের লোকদেরও আশুরায় ছুরি মাতম করতে দেখা যায়। করোনা ভাইরাসের কারনে সরকারের বাঁধা সত্বেও হাজার হাজার লোক সমাগম ঘটে। বাড়ির আঙ্গিনায় অন্যান্য বছর দোকানপাঠ বসলেও এবছর বাহিরে কিছু দোকান বসে।
শিয়া সম্প্রদায় ঘটা করে আশুরা পালন করলেও নিরাপত্তার জন্য এবছর হাতি মিছিল হয়নি। এছাড়াও একই উপজেলার টিলাগাঁও সাহেব বাড়িতেও ছুরি মাতমসহ অনুষ্ঠানাদি সম্পন্ন হয়েছে।
পৃথিমপাশা স্টেইট এর মোতাওয়াল্লি সাবেক সংসদ সদস্য এডভোকেট নবাব আলী আব্বাছ খান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com