কুলাউড়ার পৃথিমপাশায় একটি শ্মশ্বান ঘাটকে সার্বজনীন ঘোষণা
কুলাউড়া অফিস॥ কুলাউড়ার পৃথিমপাশার দৌলতপুরে একটি শ্মশ্বান ঘাটকে সার্বজনীন শ্মশ্বান ঘাট ঘোষণা করা হয়েছে।
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামে একটি শ্মশ্বান ঘাটকে সার্বজনীন ঘাট হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। ১১ জুলাই সোমবার সকালে এই শ্মশ্বান ঘাটের আনুষ্ঠানিক কর্মসূচী শুরু হয়েছে। ইতিপূর্বে শ্রী শ্রী নারায়ন মন্দির দৌলতপুর প্রাঙ্গনে বসে পঞ্চায়েত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য এম এ হামিদ। সভায় সর্ব সম্মতিক্রমে দৌলতপুর শ্মশ্বান ঘাটকে সার্বজনীন শ্মশ্বান ঘাট হিসেবে ঘোষণা দেয়া হয়। এসময় শ্মশান ঘাটের কার্যক্রম পরিচালনার জন্য সুভাস দাস তপনকে আহ্বায়ক ও পার্থ দাসকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহ্বায়ক সমিরন মল্লিক,সদস্যরা হলেন নেপাল রায়,কাজল মল্লিক,সুবোধ মল্লিক,সৌমিত্র দাস পিকলু,মনীন্দ্র দাস,সঞ্জয় দাস,সুজিত মল্লিক ও নয়ন দাস। বর্তমানে সকলের সহযোগীতায় শ্মশ্বান ঘাটের দেয়াল নির্মাণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
মন্তব্য করুন