কুলাউড়ার বিজিবি ক্যাম্প কর্তৃক ৪টি তক্ষক উদ্ধার ॥ বনবিভাগের সহায়তায় অবমুক্ত
January 18, 2017,
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার মুরইছড়া বিজিবি ক্যাম্প কতৃক ইছাছড়া পানপুঞ্জি এলাকা থেকে চারটি তক্ষক উদ্ধার করে মুরইছড়া বনবিটের সহায়তায় ষাড়েরগজ পাহাড় এলাকায় অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার ১৭ জানুয়ারি রাত সাড়ে সাত ঘটিকার সময় কুলাউড়া উপজেলার মুরইছড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল ক্যাম্প কমান্ডার জালাল সরকারের নেতৃত্বে ইছাছড়া পানপুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে ৪টি তক্ষক আটক করতে সক্ষম হয়। এসময় তক্ষক বহনকারী লোকজন পালিয়ে যায়। পরে তক্ষকগুলো উদ্ধার করে মুরইছড়া বন বিভাগের সহায়তায় ষাড়েরগজ পাহাড়ে ছেড়ে দেয়া হয়। এসময় সাংবাদিক এম এ হামিদ,বনবিট গার্ড নিখিল মল্লিক,বন প্রহরী বিলাল উদ্দিন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি মুরইছড়া ক্যাম্প কমান্ডার জালাল সরকার বলেন ৪টি তক্ষকের আনুমানিক সিজার মূল্য কোটি ৭৫ লক্ষ টাকা।
মন্তব্য করুন