কুলাউড়ার রবিরবাজারে কৃতি শিক্ষার্থী প্রবাসী ও জনপ্রতিনিধিদের সংবর্ধনা
এইচ ডি রুবেল॥ কুলাউড়ার রবিরবাজার ক্লাবের উদ্যেগে ২০১৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মননা স্বরুপ ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিরতণ এবং প্রবাসী ও জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেয়া হয়েছে। ৩০ জুলাই শনিবার পৃথিমপাশা ইউনিয়ন কমপ্লেক্সে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। রবিরবাজার ক্লাবের সভাপতি ময়নুল ইসলাম পংকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক তানভীরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মনাফ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন-পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান হাসনাইন, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ডা. একে হুমায়ুন কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম, গোলাপ মিয়া, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ডাঃ শাহ নজরুল ইসলাম, পৃথিমপাশা ইউপির সাবেক সচিব সজল কুমার দেব, সাংবাদিক সেলিম আহমেদ, সমাজসেবক কমরেড আব্দুল আহাদ, ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ২০১৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে সম্মননা স্বরুপ ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিরতণ করা হয়।
মন্তব্য করুন