কুলাউড়ার লংলা কলেজে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
কুলাউড়া অফিস॥ কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর আসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে কলেজের বিএসএস ৩য় বর্ষের শিক্ষার্থীদের সংগঠন পোওর ফাউন্ডেশন।
৩১ জুলাই রোববার কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক গোলাপ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মতিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিক, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন, পৃথিমপাশা ইউপির প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ময়নুল ইসলাম পংকি প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন পোওর ফাইন্ডেশনের চেয়ারম্যান রাজু আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন কর্মধা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেম রুবেল। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।
মন্তব্য করুন