কুলাউড়ার শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়। ২য় শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ৫১ প্রাথমিক ও ১২টি মাধ্যমিক স্কুল থেকে ১০৭৭ জন ছাত্রছাত্রী উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন জানান। শ্রেণীওয়ারী পরীক্ষার্থীর মধ্যে ২য় শ্রেণীতে ১৭৭ জন, ৩য় শ্রেণীতে ১৮০ জন, ৪র্থ শ্রেণীতে ২১৩ জন, ৫ম শ্রেণীতে ১৬৯ জন, ৬ষ্ঠ শ্রেণীতে ১০৩ জন, ৭ম শ্রেণীতে ১১০ জন, ৮ম শ্রেণীতে ৫৬ জন ও ৯ম শ্রেণীতে ৬৯ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা আক্তার এবং অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান এর আয়োজনে অনুষ্ঠিত ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
মন্তব্য করুন