কুলাউড়ার শিক্ষা অফিসার শরীফ ও চুনঘর প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ
কুলাউড়া অফিস॥ সিলেট বিভাগের পর এবার জাতীয় পর্যায়ে কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম শ্রেষ্ট শিক্ষা অফিসার ও চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
১১ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মোঃ সাবের হোসেন স্বাক্ষরিত এক পত্রে জাতীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন। কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম এই উপজেলায় যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করেছেন। তাছাড়া ঝরেপড়া রোধ, শিশুদের বিদ্যালয়মুখী করতে রঙিন স্কুল, শিশুশ্রেণিকে আধুনিকায়ন, মিড ডে মিলসহ বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেন। সেই প্রকল্পের নাম দেন ‘আমার স্বপ্ন আমার স্কুল’। সেই প্রকল্পের মাধ্যমে তিনি উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা অফিসার নির্বাচিত হন। আর কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ট স্কুল হিসেবে নির্বাচিত হন। বর্তমানে প্রেষণে শিক্ষা অধিদফতরে কর্মরত কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম জানান, শ্রেষ্ট উপজেলা শিক্ষা অফিসার হিসেবে আমাকে ও কুলাউড়ার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। সকলের সম্মিলিত প্রয়াসে এই অর্জন সম্ভব হয়েছে। এখন এই সাফল্যকে আরও সামনে এগিয়ে নিতে সকলকে দায়িত্ব নিতে হবে। নতুবা এই সাফল্যের কোন মুল্য থাকবে না।
মন্তব্য করুন