কুলাউড়ার হাজিপুর ইউনিয়ন-জালিয়াতি করে আর্থিক সুবিধাভোগির তালিকা দাখিলের অভিযোগ
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে জালিয়াতি করে আর্থিক সুবিধাভোগির তালিকা বিভিন্ন দফতরে দাখিলের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ৭ জুন গভীর রাতে হাজীপুর ইউনিয়ন পরিষদের সচিব রকিবুর রহমানের যোগসাজশে বিগত ৭ মে’র নির্বাচনে পরাজিত চেয়ারম্যান মাহমুদ আলীসহ পরাজিত মেম্বারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। রাতের সেই বৈঠকে ফেব্র“য়ারি মাসের অনুষ্ঠিত বলে উল্লেখ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ও এতিম প্রতিবন্ধিভাতার তালিকা চুড়ান্ত করেন। একটি ভুয়া সভায় গৃহিত আর্থিক সুবিধাভোগিদের তালিকা ৮ জুন উপজেলার বিভিন্ন অফিসে দাখিল করে। লিখিত অভিযোগ করেন, ৭ মে’র নির্বাচনে বিজয়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, মেম্বার সাদেক আলী, আং লতিফ চৌধুরী, ফরিদ উদ্দিন, কবির বক্স, তাহির আলী, রাজা মিয়া, গোলজার আহমদ, মহিলা মেম্বার প্রনতি আচার্য্য ও মাধবী রানী দেব।
এব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী জানান, অভিযোগের কপি আমার হাতে এসে পৌঁছায়নি। রোববার অফিসে গিয়ে অভিযোগ দেখে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
মন্তব্য করুন