কুলাউড়ার হাজীপুরে শিক্ষকদের সম্মাননা ও শিক্ষা উপকরন বিতরণ
হাবিবুর রহমান ফজলু॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের উদয়ন সমাজ কল্যান পরিষদের ১ম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে হাজিপুর ইউনিয়নের সকল মুক্তিযোদ্বা ও অবসরপ্রাপ্ত ১৩ জন শিক্ষকদের সম্মাননা ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করেছে সংস্থাটি। ১২ এপ্রিল মঙ্গলবার বিকেলে স্থানীয় পাবই রেল গেইট প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও শিক্ষা উপকরন প্রদান করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারী আব্দুল মতলিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইসাছমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী, তরুন লেখক ও গবেষক আহমদ আলী জীবন, পল্লী বিদ্যুতের পরিচালক মাহমুদুর রহমান কবীর, মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ। অতিথিরা আনুষ্টানিকভাবে হাজীপুর ইউনিয়নের সকল মুক্তিযোদ্বা, ১৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে একটি করে ছাতা এবং ইউনিয়নের আওতাধীরন সকল প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়।
মন্তব্য করুন