কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন পরিষদে ৪০ বছর পর জাতীয় শোক দিবস পালন
বিশেষ প্রতিনিধি॥ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদে ৪০ বছর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। হাজীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ আগষ্ট সোমবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজীপুর ইউনিয়নের নব নিবাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছুর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের হাজীপুর ইউনিয়নের আহবায়ক আব্দুল মুহিত এবং ইউপি সদস্য কবির বক্স এর যৌথ পরিচালনায় আলোচনায় অংশ নেন কুলাউড়া উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম হাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জমসেদ আলী, ইউপি সদস্য মনির”জ্জামাল হেলাল, বীর মুক্তিযোদ্দা লোকেশ চন্দ্র দাশ, প্রবাষক রাজেশ্বর সিংহ, ইউপি সদস্য রাজা মিয়া, ইউপি সদস্য গোলজার আহমদ, ইউপি সদস্যা মাধবী রানী পাল,রফিক আহমদ প্রমুখ। হাজীপুর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছত বাচ্ছুকে আনু মাহমুদের লেখা ‘গণপরিষদ সংসদে’ একটি বই উপহার দিয়েছেন। মুক্তিযোদ্ধাসহ বক্তারা বলেন, ১৯৭৫ সাল পর ৪০ বছরও এ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোন শোক দিবস পালন হয়েছে বলে আমাদের জানা নেই। তাই ৪১তম জাতীয় শোক দিবস এ ইউনিয়নে পালিত হওয়ায় নব নির্বাচিত ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ১৫ আগষ্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন