কুলাউড়ার ৪ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে উপজেলার বরমচাল, ভাটেরা, পৃথিমপাশা ও রাউৎগাঁও এই ৪ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। পৃথিমপাশা আলী আমজদ স্কুল এন্ড কলেজ, রাউৎগাও স্কুল এন্ড কলেজ, ভাটেরা স্কুল এন্ড কলেজ ও বরমচাল স্কুল এন্ড কলেজে ইউএনও তাহসিনা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিনের পরিচালনায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারণামুলক জনসমাবেশে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিসহ উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করিয়ে ৪ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করা করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম ও মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, বরমচাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, রাউৎগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, আলী আমজদ উচ্চ বিদ্যঅলয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যক্ষ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন