কুলাউড়ার ৭ ইউনিয়নে সংরক্ষিত আসনে জয়ী হলেন যারা

April 28, 2016,

হাবিবুর রহমান ফজলু॥ কুলাউড়া উপজেলার ৭ ইউনিয়নে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হয়েছেনন যারা তারা হলেন, বরমচাল ইউনিয়নে সংরক্ষিত ১ নং আসনে ৩ প্রার্থীর মধ্যে শেফালী বেগম (মাইক) ২,০৬৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি পারভীন বেগম (সূর্যমুখী ফুল) ৫০৮ ভোট পান।

২নং আসনে ৪ প্রার্থীর মধ্যে শিরিন আক্তার (বই) ১১৯৫ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি রানু বেগম (কলম) ৮৬৯ ভোট পান।

৩নং আসনে ২ প্রার্থীর মধ্যে শেলী আক্তার ১৬৭৮ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি বাসন্তী গোয়ালা (সূর্যমুখী ফুল) ৮৯৪ ভোট পান।

ভূকশিমইল ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ২ প্রার্থীর মধ্যে পিয়ারা বেগম (মাইক) ২১২২ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি সামছুন নাহার (বই) ১০৪৮ ভোট পান।

২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে রুসনা বেগম (বই) ২০২৬ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি নেহারা বেগম (মাইক) ৮৬৩ ভোট পান।

৩নং আসনে ৩ প্রার্থীর মধ্যে হালিমা আক্তার (বই) ১৬৩৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি লাকী বেগম (কলম) ১৪৯৭ ভোট পান।

জয়চন্ডী ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ২ প্রার্থীর মধ্যে নাদেরা খানম (মাইক) ২৭১০ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি আলতি রানী বিশ্বাস (বই) ১৯৫৪ ভোট পান।

২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে সেলিনা বেগম (বই) ১৫১৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি সাবিত্রী রানী রাজভর (সূর্যমুখী ফুল) ১৩৪২ ভোট পান।

৩ নং আসনে ৩ প্রার্থীর মধ্যে আমিরুন নেছা (তালগাছ) ২১৭৮ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি কুলছুমা খানম কমলা (বই) ১৪৯৭ ভোট পান।

ব্রাহ্মনবাজারে ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৪ প্রার্থীর মধ্যে পারভীন বেগম (মাইক) ১৭৮৪ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারা বেগম (সুর্যমুখী ফুল) ১৪৫৪ ভোট পান।

২নং আসনে ২ প্রার্থীর মধ্যে সাবিত্রী কানু (বই) ২৭৬৮ ভোট পেয়ে জয়ী হন।  প্রতিদ্বন্দি রাধিকা কৈরী রিপা (তালগাছ) ১৫২৭ ভোট পান।

৩নং আসনে ৪ প্রার্থীর মধ্যে মনোয়ারা বেগম (হেলিকপ্টার) ১৪০১ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি শারমিন আক্তার (বই) ১২৩৫ ভোট পান।

কাদিপুর ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৩ প্রার্থীর মধ্যে জেসমিন বেগম (তালগাছ) ১১৬৬ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি নাজমা আক্তার শিপা (সুর্যমুখী ফুল) ৯৫০ ভোট পান।

২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে বেদানা বেগম (তালগাছ)  ২২২২ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারা বেগম ১১৯৭ ভোট পান।

৩নং আসনে ২ প্রার্থীর মধ্যে রেখা রানী দাস (বই) ১৩৮২ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি রায়না বেগম (তালগাছ) ১০৬৫ ভোট পান।

কুলাউড়া সদর ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ২ প্রার্থীর মধ্যে মিনারা বেগম (বই) ১০৩৪ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি ফেরদৌসী আক্তার (বক পাখি) ১০০৭ ভোট পান।

২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে বিন্দা রানী গোয়ালা (তালগাছ)  ১১৩৫ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি নাজমিনা আক্তার সেবী (সুর্যমুখী ফুল)৮৫৭ ভোট পান।

৩নং আসনে ২ প্রার্থীর মধ্যে বিভা রানী দেবী (বই)  ১৭৩৭ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি হাসনা বেগম (তালগাছ) ৮১৮ ভোট পান।

র্উাৎগাঁও ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৫ প্রার্থীর মধ্যে হেপী বেগম (তালগাছ)  ৯১৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি খতিবুন বেগম (বই) ৬২১ ভোট পান।

২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে সমছুন বেগম (মাইক) ১৮৮৪ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি ফয়জুন নেছা (তালগাছ) ১৪২৭ ভোট পান।

৩ নং আসনে ৫ প্রার্থীর মধ্যে কলি রানী চৌধুরী (তালগাছ) ১০৩৪ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি হালিমা বেগম (বই) ৯২১ ভোট পান।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com