কুলাউড়ার ৭ নির্বাচনী পরিচালনার মূল দায়িত্বে থাকছেন ১ হাজার কর্মকর্তা
April 20, 2016,
হাবিবুর রহমান ফজলু॥ কুলাউড়ার ৭ ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য ১ হাজার জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তন্মধ্যে, ৬৯ জন প্রিসাইডিং অফিসার, ২৮৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৫৭৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। তাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন জন রিটার্নিং অফিসার সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবেন। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন। এছাড়াও ১ হাজারের অধিক আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন। প্রতিটি কেন্দ্রে গড়ে ১৯ জন আনসারকে দায়িত্ব দেয়া হবে। সোমবার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২০ এপ্রিল বুধবার একই স্থানে পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন