কুলাউড়ার ৭ নির্বাচনী পরিচালনার মূল দায়িত্বে থাকছেন ১ হাজার কর্মকর্তা

April 20, 2016,

হাবিবুর রহমান ফজলু॥ কুলাউড়ার ৭ ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য ১ হাজার জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তন্মধ্যে, ৬৯ জন প্রিসাইডিং অফিসার, ২৮৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৫৭৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। তাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন জন রিটার্নিং অফিসার সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবেন। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন। এছাড়াও ১ হাজারের অধিক আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন। প্রতিটি কেন্দ্রে গড়ে ১৯ জন আনসারকে দায়িত্ব দেয়া হবে। সোমবার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২০ এপ্রিল বুধবার একই স্থানে পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com