কুলাউড়ায় অনলাইন জার্নালিস্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ
কুলাউড়া অফিস॥ আসুন এক সাথে আমাদের মানবিক উষ্ণতা দিয়ে শীতার্ত মানুষগুলোকে বাঁচিয়ে রাখি এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে দাড়িয়েছে অনলাইন র্জানালিস্ট সোস্যাল সোসাইটি (ওজাসস)।
৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সোসাইটির চেয়ারম্যান ও ডেইলি বিডি নিউজ ডট নেটের সম্পাদক ফারহানা বেগম হেনার সভাপতিত্বে ও সদস্য হাবিবুর রহমান সুজনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) পরিচালক ও দৈনিক উত্তর পূর্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল। সভার শুরুতে সোসাইটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন মহাসচিব ও জাতীয় জনতার নিঃশ^াস পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইউসুফ আহমদ ইমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কামাল আহমদ, সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র রির্পোটার আব্দুল মুক্তাদির, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র সহকারী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, ২৪ টুডেনিউজ ডট কমের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ। এছাড়াও ছিলেন দৈনিক মানব জমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আলআমিন, হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, রিপোর্টাস ইউনিটের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ছাত্রলীগ নেতা মতিউর রহমান জেবলু, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মো. সামসুদ্দিন বাবু, সোসাইটির মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন, সদস্য শাকিল সিদ্দিকী খালেদ, কুলাউড়া ক্লাবের সভাপতি অপু র্মিজা ও সাধারণ সম্পাদক ইসমাইল আলী শাওন, সবুজ বাংলা ক্লাবের সাধারণ সম্পাপদক আরিফ হাসান ছনি, জাগ্রত ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রনেতা আরফিন শুভ, ইমদাদুল হক সুলতান প্রমুখ। পরে ১০০ জন শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন