কুলাউড়ায় অপরাজিতাদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় উপজেলা পরিষদ হলরুমে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পটি এনজিও সংস্থা প্রিপট্রাষ্ট এর বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে নীতি নির্ধারকদের সাথে অপরাজিতাদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুুপুরে অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও প্রিপট্রাস্ট অপরিজিতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার চক্রবর্তী এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, ব্রাহ্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, প্রিপটাস্ট মৌলভীবাজার অপরিজিতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মর্জিনা আক্তার, সাংবাদিক তারেক হাসান। এছাড়া কর্মশালায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নারী সদস্য, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও জেলা ও উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা কর্মশালায় বলেছেন, অপরিজিতা হচ্ছেন তারাই যারা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে চলেন। প্রতিটি স্তরের স্থানীয় সরকার প্রতিষ্টানে নির্বাচিত নারী সদস্য দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে জেলা পরিষদ সদস্য পদে নারীরা নির্বাচিত হয়েছেন। বক্তারা আরোও বলেন জনগন যে নারীদের নির্বাচিত করে নেতৃত্ব দিয়েছেন আর যারা আগামীতে নেতৃত্বে পেতে যোগ্য ও আগ্রহী তাদের সবার ক্ষমতায়ন নিয়ে ২০১১ সাল থেকে অপরাজিতা প্রকল্প কাজ করে যাচ্ছে। এটি হচ্ছে ডেমক্রেসিওয়াস।
মন্তব্য করুন