(ভিডিও সহ) কুলাউড়ায় আ’লীগের দু’গ্রুপের বর্ধিত সভা-উত্তেজনা
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের বর্ধিত সভা ২৪ মে বুধবার। একই দিনে একই সময়ে পৃথক স্থানে এই আয়োজনকে ঘিরে দু’গ্রুপে চলছে ব্যাপক প্রস্তুতি। শো-ডাউন করতে গিয়ে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা পৃথক বর্ধিত সভায় পৃথকভাবেই অংশ নিচ্ছেন। ফলে উত্তেজনাটা একটু বেশি উত্তাপ ছড়াচ্ছে জনমনে। আর তাতে পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পড়েছে বেকায়দায়। করণীয় নিয়ে স্থানীয় প্রশাসনও দ্বারস্থ হচ্ছে উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বাধীন অংশ কুলাউড়া জনমিলন কেন্দ্রে আজ ২৪ মে বর্ধিত সভা আহ্বান করেছেন। সেই বর্ধিত সভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুশ শহীদ এমপি প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ যথাক্রমে বিশেষ অতিথি হিসেবে বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।
সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল মতিন এমপির নাম আমন্ত্রনপত্রে থাকায় এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ১০ জন স্বতন্ত্র এমপি আ’লীগের যোগদান করার দু’সপ্তাহ পেরোনোর আগে আব্দুল মতিন এমপি কি করে উপজেলা আ’লীগের সভাপতি হলেন? কে ত^াঁকে সভাপতি বানালো এ নিয়ে ব্যাপক সমালোনা হচ্ছে।
অপরদিকে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমানের নেতৃত্বাধীন অংশ বর্ধিত সভার আহবান করেছেন পৌরশহরের চাতলগাঁস্থ আমেনা কমিউনিটি সেন্টারে। তিনিও বর্ধিত সভাকে সফল করতে নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। সভা শেষে শহরে স্মরণকালের বৃহত্তম একটি শো-ডাউন করবেন বলে জানা গেছে। তাছাড়া ওই বর্ধিত সভায় পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খাঁন বাবু।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দেড় হাজার নেতাকর্মীর জন্য বিশেষ ভুড়িভোঁজের আয়োজন করা হয়েছে। অবশ্য ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে বেজায় খুশি। ফেব্রুয়ারী এলে যেমন কদর বাড়ে অ-আ-ক-খ-ই-ঈ-দের তেমনি নেতাদের গ্রুপিংয়ের কারণে তাদেরও কদর বেড়েছে।
উল্লেখ্য, প্রশাসনিক দিক দিয়ে কুলাউড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বাধীন অংশ শক্তিশালী হলেও জনবলের দিক থেকে কুলাউড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমানের নেতৃত্বাধীন অংশ বেশ শক্ত অবস্থানে রয়েছেন। প্রতিটি ইউনিয়নের সিংহভাগ নেতা কর্মী সফি আহমদ সলমানের সাথে রয়েছেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, আমি বিষয়টি জেনে উভয়পক্ষের সাথে কথা বলেছি। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উভয়গ্রুপকে আহ্বান জানিয়েছি। তারা জানিয়েছেন সংঘর্ষ এড়াতে পৃথক স্থানে সভার আয়োজন করেছেন। তারপরও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।
মন্তব্য করুন