কুলাউড়ায় ইজি ইংলিশ লার্নিং কোর্সের উদ্বোধন
কুলাউড়া অফিস॥ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় এবং ওয়াফ এর আয়োজনে ইজি ইংলিশ লার্নিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া স্মৃতি সৌধ প্রাঙ্গনে ১১ জানুয়ারী বুধবার প্রধান অতিথি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান, সাবেক সচিব এ.এফ.এম ইয়াহিয়া চৌধুরী আনুষ্ঠানিক লার্নিং কোর্সের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বীর সভাপতিত্বে ও এনজিও সংস্থা ওয়াফ এর নির্বাহী পরিচালক আব্দুল মালিক এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার, বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, জেলা পরিষদের মহিলা সদস্য শিরিন আক্তার চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মোতলিব, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সাহেদ আহমদ প্রমুখ। সভায় কুলাউড়ার ১০টি মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে এ প্রকল্পে সহজভাবে ইংরেজী শিক্ষার জন্য হেকেল পদ্ধতিতে শিক্ষাদান করার ঘোষনা দেয়া হয়।
মন্তব্য করুন