কুলাউড়ায় ইলিশ মাছ বিক্রয় নিষিদ্ধকরনে ভ্রাম্যমান আদালতের অভিযান

October 16, 2016,

কুলাউড়া অফিস: কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম ১৩ অক্টোবর বৃহস্পতিবার ইলিশ মাছ বাজারজাতকরন ও বিক্রয় নিষিদ্ধকরনে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারের মাছের বাজার, মাছের খাদ্যের দোকান ও জালের দোকানে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বাজারে ইলিশ মাছ বাজারজাতকরন ও বিক্রয়ের কোন বেআইনী অপরাধ পাওয়া যায়নি। ইউএনও জানান সরকার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরন, পরিবহন, মজুদ, বাজারজাতকরন ও বিক্রয় আইনতঃ নিষিদ্ধ ঘোষনা করেছে। ইলিশ সম্পদ সংরক্ষনে সরকারের জারীকৃত এসআরও বাস্তবায়নে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতে অংশ নেন উপজেলা মৎস্য অফিসার মোঃ সুলতান মাহমুদ, সহকারী মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন, কুলাউড়া থানার এসআই সাব্বিরসহ পুলিশ, পেশকার আজাদুল করিম চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com