কুলাউড়ায় উপবৃত্তি আত্মসাৎকারী সেই শিক্ষকের শাস্তিমূলক বদলী

September 29, 2016,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের উপবৃত্তির আর্থ আত্মসাৎকারী সেই প্রধান শিক্ষককে শাস্তিমুলক বদলী করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর সোমবার এই আদেশ তার কর্মস্থল গৌড়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে। তাছাড়া অর্থ আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, জুলাই মাসে কুলাউড়া উপজেলার প্রাথমিক বিদ্যারয়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়। উপজেলার গৌড়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম চৌধুরীর বিরুদ্ধে এলাকাবাসী শিশুদের উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ৩ সদস্যের একটি তদন্ত কমিটি ২০ আগস্ট ঘটনা তদন্ত করে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা বিভাগ সিলেটের উপ-পরিচালক দুর্নীতিবাজ শিক্ষক মোঃ জাহাঙ্গির আলম চৌধুরীকে উপজেলার তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাস্তিমূলক বদলী করেন।
প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম চৌধুরীকে তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দানের নিদেশ দেয়া হয়। এদিকে ২০ আগস্ট তদন্তের পর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটিতে রয়েছেন।
এদিকে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগকারী অভিভাবকরা দুর্নীতিবাজ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের দাবি জানান। যাতে করে আর কোন শিক্ষক এধরনের দুর্নীতি করার সাহস না পায়।
কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার শরীফ উল ইসলাম শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক বদলীর সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com