কুলাউড়ায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৩৯৪ জন
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে ৯ কলেজের মোট ২৩৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৯৪ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৩টি কলেজের ৫ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া কলেজ পর্যায়ে লংলা আধুনিক ডিগ্রী কলেজের সর্ব্বোচ্চ ৩ জন জিপিএ ৫ পেয়ে ফলাফলে উপজেলার মধ্যে সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
কলেজওয়ারী ফলাফলে উত্তীর্নদের মধ্যে কুলাউড়া ডিগ্রী কলেজ ৬০৮ জনের মধ্যে ৩৩০জন, জিপিএ ৫-১জন, কারীগরীতে ৫৫ জনের মধ্যে ৪৬ জন, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ৪৪০ জনের মধ্যে ২৩০ জন ও জিপিএ-৫-১ জন, লংলা আধুনিক ডিগ্রী কলেজ ৬০১ জনের মধ্যে ৪৫৫ জন ও জিপিএ-৫-৩ জন,ইউছুফ-গণী কলেজ ১৮৮ জনের মধ্যে ১০৮ জন, বরমচাল স্কুল এন্ড কলেজ ১১৬ জনের মধ্যে ৬৫ জন, ভূকশিমইল স্কুল এন্ড কলেজ ৯২ জনের মধ্যে ৪৫ জন, ভাটেরা স্কুল এন্ড কলেজ ১৪৮ জনের মধ্যে ৪৩ জন, ছকাপন স্কুল এন্ড কলেজ ৮২ জনের মধ্যে ৩২ জন ও নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের ১১১জনের মধ্যে ৬৬ জন উত্তীর্ণ হয়েছে। এইচএসসি পরীক্ষায় উপজেলায় মোট পাশের হার ৫৮.৪২%।
মন্তব্য করুন