কুলাউড়ায় এপেঃ অপু স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় প্রয়াত এপেক্সিয়ান নাজির আহমদ অপু স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০১৬ সম্পন্ন হয়েছে।
১১ নভেম্বর শুক্রবার রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় কুলাউড়ার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।
এ সময় কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ,কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম,ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামিম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিপার উদ্দিন আহমদ,আলহেরা ইসলামীয়া কেজি স্কুলের অধ্যক্ষ মাসুক আহমদ,রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,বি.এইচ. সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাইয়ূম চৌধুরী, লিটল স্টার একাডেমির অধ্যক্ষ হিফজুল এনাম খান,আমির ছলফু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শফিকুর রহমান সিদ্দেকী, এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্ণর এপেঃ জাহাঙ্গীর আলম,মৌলভীবাজার ক্লাবের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভূট্রো, এপেঃ এনায়েত হোসেন চৌধুরী, মৌলভীবাজার ক্লাবের সাবেক সভাপতি এ এফ এম ফৌজি চৌধুরী,এপেঃ তোফায়েল আহমদ ডালিম,এপেঃ শহীদুল ইসলাম তনয়,এপেঃ শাহীন আহমদ,ক্লাব সভাপতি এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল,মেট্রোপলিটন ক্লাবের সভাপতি এম এ ছবুর,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ সভাপতি আলাউদ্দিন কবির,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,যুগ্ম সাধারণ সাম্পাদক শরীফ আহমেদ,দৈনিক উত্তরপূর্বের কুলাউড়া প্রতিনিধি এম এ কুদ্দুস,সাংবাদিক সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুল হাসান সিপন,সাপ্তাহিক সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, অনলাইন নিউজ পোর্টাল বিডিমেইল ও প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের,সংলাপ পত্রিকার রিপোর্টার সাব্বির হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন,এপেঃ শরীফ আহমদ,টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি,এপেঃ স্বপন কুমার দাস,এপেঃ শফিউল আলম সৌরভ,এপেঃ সুরমান আহমেদ,এপেঃ জাহাঙ্গীর আলম, এপেঃ আব্দুল বাছিত, এপেঃ আজিজুর রহমান,এপেঃ আলতাফ হোসেন, এপেঃ সোহেল আহমেদ, এপেঃ আয়েশা আক্তার, প্রথম আলো বন্ধু সভার সভাপতি আব্দুস সামাদ চঞ্চল,সিনিয়র সহ সভাপতি তকলিফুল ইসলাম, সহ সভাপতি কাওছার আহমদ সাব্বির,সোস্যাল কেয়ার অব ন্যাশনের সভাপতি আজিজুল ইসলাম উজ্জল,ইউআরসির সভাপতি মাহফুজ শাকিল,প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন।
উল্লেখ্য,এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৪ এর আয়োজনে ও এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সার্বিক সহযোগিতায় নবম বারের মত এ মেধা বৃত্তি পরীক্ষা-২০১৬ সম্পন্ন হয়।
মন্তব্য করুন