কুলাউড়ায় ওয়াফ পরিদর্শনে জাপানী প্রতিনিধি দল
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় বেমরকারী এনজিও ওয়াফ পরিদর্শন করেছে জাপান সিডাপ’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ১০ জুলাই রোববার সকাল ১১টায় কুলাউড়া উপজেলার টিলাগাও বাজারে সংস্থাটি পরিদর্শনকালে ৬ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিডাপ এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর হুয়াজু। পরিদর্শন শেষে ওয়াফের নির্বাহী পরিচালক আব্দুল মালিক ও সংস্থার কর্মকর্তাদের সাথে তারা বৈঠকে মিলিত হন। এদিকে, সম্প্রতি সরকারের অর্থ মন্ত্রনালয়ের সচিব শফিকুল ইসলাম সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে কাজের সন্তোষ প্রকাশ করেন। ওয়াফের সিইও আতিকুর রহমান জানান, ইতোমধ্যে জাপান সিডাপ’র সাথে ওয়াফের প্রায় ১০ কোটি টাকার একটি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের চুক্তি সমাপ্ত হয়েছে। প্রকল্পটি অক্টোবর মাস থেকে শুরু হবে। প্রকল্পটিতে নারী ও শিশুদের সার্বিক উন্নয়নে অধিক গুরুত্ব দেয়া হয়েছে।
মন্তব্য করুন