কুলাউড়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল চারুহাট
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ ও ডিগ্রি (পাস) সার্টিফিকেট কোর্সে প্রথম বিভাগে উত্তীর্ণ মেধাবী কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল চারুহাট।
২ ডিসেম্বর শুক্রবার বিকেলে কুলাউড়া মাগুরাস্থ চারুহাট চিত্রাংকন একাডেমি এন্ড অটিস্টিক স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি ও সংবাদমেইলের সম্পাদক প্রভাষক মোঃ মান্জুরুল হকের সভাপতিত্বে চারুহাট চিত্রাংকন একাডেমির পরিচালক জে এইচ জিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সিপার উদ্দিন আহমেদ, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম, লিটল স্টার একাডেমির অধ্যক্ষ হিফযুল এনাম খান, হাসনা-মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান, কলামিস্ট এ এফ এম ফৌজি, কথা সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নুসরাত সিলাম চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, গজভাগ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক চিনু মিয়া, অভিভাবক তাহমিনা আক্তার, শাহানা খানম, মুশশফুর রহমান, কাওছার আহমদ, নাজমা বেগম, রিনা বেগম, মোনাইম আহমদ, মনোয়ার আহমদসহ সংবর্ধিতদের মধ্যে ডিগ্রিতে ১ম বিভাগ প্রাপ্ত ইয়াকুব-তাজুল মহিলা কলেজের বিবিএস শাখার ফারহানা জান্নাত ফাইমা, রহিমা আক্তার পিংকি, মাহমুদা আক্তার তমা, নূরা আক্তার, বিএসএস শাখার, রীমা বেগম শাপ্পি বেগম, লিপি বেগম, রোশনা বেগম, এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কুলাউড়া ডিগ্রি কলেজের আমেনা বেগম, এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্তরা হলো নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের নুসরাত ইসলাম চৌধুরী, প্রিয়াংকা মল্লিক, মাহফুজা এনাম সাথী, ফারহান আবিদ খান,শাফা’আত হোসেন, মিনহাজুল ইসলাম, মাহদি আখিয়ার, দিদারুল ইসলাম, শাহরিয়ার শহীদ, সুমন দেব নাথ, নাইমুর রহমান, মাশরাফি বিন চৌধুরি মাহি, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে রেশমী রানী মল্লিক, সৈয়দা সাজেদা খসরু নিশা, ফাতেমা খয়রুন নেছা চৌঃ রাইয়ান, ইশতিয়াক হোসেন সিপন, জুবায়ের আহমদ, সৈয়দা ফাহমিদা আক্তার জুলি, সৈয়দা নাজিয়া, তানজিমা তাবাসসুম, সামিরা জাহান সাথী, মাহফুজুর রহমান, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এ্যানি অন্তরা ধর ডেইজি, মানতাকা পৌষি, সালমা আক্তার, পুষ্পিতা চৌধুরি, নিশাত তাবাসসুম রহমান, ইসরাত জাহান প্রিমা, জান্নাত জাহান তাসমি, শান্তা দাশ, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের ফারজানা ফেরদৌস, শেফালী বেগম, জেমিমা আক্তার, মাছুমা হক, ফওজিয়া সোবহান, সানজিদা ইয়াসমিন, সাদিয়া আক্তার, গজভাগ উচ্চ বিদ্যালয়ের ফারজানা আক্তার রোমেনা, রোজিনা বেগম, সানিয়া আক্তার রেশমা, সুমাইয়া আক্তার রাজবিন, শিল্পী বেগম, তানিয়া আক্তার, আয়শা খাতুন সীমা, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের মাহফুজুর রহমান, মহ্তোছিন আলী উচ্চ বিদ্যালয়ের সাদিকা ফেরদৌস, সাক্লাইন নিয়াম, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের মোছাঃ ফওজিয়া রহমান, ফারহানা আক্তার, আবুল হোসেন, ভাটেরা উচ্চ বিদালয় ও কলেজের মরিয়ম সুলতানা জ্যোতি (ভোকেশনাল), নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের সৃজন দাশ স্বরুপ, মাহ্তাব ছায়রা উচ্চ বিদ্যালয়ের শান্তা দে, হায়দারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সানজিদা ইয়াসমিন, দারুস্সুন্নাহ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শাহিদা আক্তার। সংবর্ধনা প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা বলেন, ‘এ সম্মাননা আমাদের জন্য অনেক আনন্দের, অনেক উৎসাহের। আমরা হয়তো একদিন বড় হব, কিন্তু এ প্রাপ্তিগুলো মনে থেকে যাবে।’ উল্লেখ্য, চারুহাট চিত্রাংকন একাডেমির উদ্যেগে ২০১৬ সালের কুলাউড়ার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ ও ডিগ্রি (পাস) সার্টিফিকেট কোর্সে প্রথম বিভাগে ৭৭ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন