কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উপলক্ষে ১৯ জুলাই মঙ্গলবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নি.বে.) সুলতান মাহমুদ মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসুচী তুলে ধরে বলেন ২০ জুলাই বুধবার বেলা ১১টায় ব্যানার, ফেষ্টুনসহ র্যালীর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনমিলন কেন্দ্রে, মৎস্য চাষ সম্প্রসারণ ও সংরক্ষণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্য চাষী, মৎস্যজীবী, জেলে, মাছ বিক্রেতা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনজিও এবং সম্প্রসারণ কর্মীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান এবং সফল মৎস্যকর্মীদের মধ্যে পুরষ্কার বিতরণী ও উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, বৃহষ্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্তমান সরকারের সময়ে মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, শুক্রবার মাছ বাজার ও হাকালুকি হাওরে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, শনিবার সকাল ১০টায় সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে মৎস্যচাষ ভিত্তিক উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, সোমবার বিকেল ৪টায় ভাটেরায় মৎস্য চাষ ভিত্তিক উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সমাপনী দিবসে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ এর মূল্যায়ন সভা এবং সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। মৎস্য কর্মকর্তা (নি.বে.) মোঃ সুলতান মাহমুদ উপজেলায় মৎস্য সপ্তাহের সফলতা কামনায় সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন