কুলাউড়ায় জালভোট দেয়ার অপচেষ্টা যুবকের ৬ মাসের সশ্রম কারাদন্ড
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলায় টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল ভোটকেন্দ্রে জালভোট দেয়ার অপচেষ্টাকালে আব্বাস আলী (২২) নামক যুবকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আব্বাস আলী টিলাগাঁও ইউনিয়নের পশ্চিম বাগৃহাল গ্রাামের ফারুক মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল ভোটকেন্দ্রে বেলা আনুমানিক ২টার দিকে আব্বাস আলী ভোট দিতে যান। তখন কেন্দ্রের ভেতরে থাকা জনৈক এজেন্ট তাকে জাল ভোটার হিসেবে দাবি করে চ্যালেঞ্জ করেন। এরপর আব্বাসকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিলে জাল ভোটারের বিষয়টি প্রমাণিত হয়।
খবর পেয়ে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্বাসের ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ জুনায়েদ আলম সরকার জাল ভোট দেয়ার চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদন্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন