কুলাউড়ায় জাল টাকাসহ আটক-৪
এইচ ডি রুবেল॥ কুলাউড়া থানার এসআই হার”ন আল রশীদ এর নেতৃত্বে পুলিশ জয়চন্ডীর বিজয়া এলাকায় এক অভিযান চালিয়ে এক মহিলাসহ ৪জনকে জাল নোটসহ আটক করেছে। থানাসুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার এসআই হার”ন ও এ এস আই মাসুদ জয়চন্ডী ইউনিয়নের বিজয়া চা-বাগানের সম্মুখ রাস্তা থেকে সিএনজি চালক গিয়াসনগর নিবাসী মাসুককে এক হাজার টাকার জাল নোটসহ আটক করেন। পরে তার স্বীকারোক্তিনুযায়ী দক্ষিন গিয়াসনগরের সবুজ ও জুড়ী থানার বড়ডহর নিবাসী ইউছুফ আলী সুমন ওরফে মইনুল ও তার স্ত্রী সুমী বেগমসহ ৪জনকে আটক করে গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার টাকার ৭টি জাল নোট উদ্ধার করে জব্দ করা হয়। এব্যাপারে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের পরদিন বুধবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর হোসেন জানান জাল নোট চক্রের মূল হোতাদের গ্রেফতারের জন্য কোর্টে আসামীদের রিমান্ডের আবেদন করা হবে।
মন্তব্য করুন