কুলাউড়ায় জয়ন্তিকা ট্রেনের বগি বিকল : ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

December 10, 2016,

কুলাউড়া অফিস॥ সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়ার লংলা স্টেশনে দুর্ঘটনাকবলিত হওয়ার ৪ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
কুলাউড়া রেলওয়ে জংশন সুত্রে জানা যায়, ১০ডিসেম্বর শনিবার সকাল ১০টায় কুলাউড়ার লংলা রেল স্টেশনে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির নাট বল্টু ভেংগে ট্রেনটি বিকল হয়ে পড়লে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে আন্তঃনগর পারাবত ট্রেন শ্রীমঙ্গলে, পাহাড়িকা, ডেমু ট্রেন কুলাউড়া জংশনে এবং জালালাবাদ ট্রেন ভানুগাছ ও সুরমা শমসেরনগরে আটকা পড়ে। পরে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত ট্রেনের বগি লাইন থেকে সরিয়ে কুলাউড়া জংশনে নিয়ে আসার পর লাইন ক্লিয়ারেন্স হওয়ার পর দুপুর ১ টায় ৪ টায় এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে কুলাউড়া জংশন স্টেশনের মাষ্টার হরিপদ সরকার জানান, দূর্ঘটনা কবলিত ট্রেন সরানোর পর ৪ ঘন্টা পর সিলেটের সাথে এ রুটে ট্র্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com