কুলাউড়ায় নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন

November 26, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগমের সভাপতিত্বে ২৩ নভেম্বর বুধবার উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর এক সভা তাঁর অফিস কক্ষে অনুষ্টিত হয়। সভায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর পুর্বের কমিটির মেয়াদ উত্তীর্ন হয়ে যাওয়ায় পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের মহিলা সদস্যাদের উপস্থিতিতে টিলাগাও ইউপি মহিলা সদস্য প্রিয়া বেগম মনিেেক সভাপতি ও কাদিপুর ইউনিয়নের মহিলা সদস্য বেদানা বেগমকে সাধারন সম্পাদক এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগমকে উপদেষ্টা করে ৩১ সদস্য বিশিষ্ট নুতন পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি রাউৎগাও ইউপি মহিলা সদস্য সামছুন নাহার, বরমচাল ইউপি মহিলা সদস্য সেলী আক্তার, জয়চন্ডী ইউপি মহিলা সদস্য নাদিয়া বেগম, ভূকশিমইল ইউপি মহিলা সদস্য রোসনা বেগম, পৃথিমপাশা ইউপি মহিলা সদস্য রেখা সূত্রধর, কোষাধ্যক্ষ ভূকশিমইল ইউপি মহিলা সদস্য হালিমা আক্তার, যুগ্ম সম্পাদক কুলাউড়া পৌরসভা কাউন্সিলর রাবেয়া বেগম, বরমচাল ইউপি মহিলা সদস্য শিরিনা বেগম ও ভাটেরা ইউপি  মহিলা সদস্য আয়নব বেগম, সাংগঠনিক সম্পাদক হাজিপুর ইউপি মহিলা সদস্য মাধবী রানী দেব, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাজার ইউপি মহিলা সদস্য সাবিত্রী কানু, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক জয়চন্ডী ইউপি মহিলা সদস্য আমিরুন নেসা, মাধ্যমিক শিক্ষা বিষয়ক কুলাউড়া পৌরসভা কাউন্সিলর দিলারা বেগম, সাংস্কৃতিক সম্পাদক রাউৎগাঁও ইউপি মহিলা সদস্য কলি রানী চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জয়চন্ডী ইউপি মহিলা সদস্য সেলিনা বেগম, বন ও পরিবেশ বিষয়ক পৃথিমপাশা ইউপি মহিলা সদস্য আমিনা খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক কর্মধা ইউপি মহিলা সদস্য লায়লা বেগম, কৃষি বিষয়ক সম্পাদক হাজিপুর ইউপি মহিলা সদস্য রাবেয়া বেগম, প্রচার সম্পাদক হাজিপুর ইউপি মহিলা সদস্য প্রণতি আচার্য্য,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ভাটেরা ইউপি মহিলা সদস্য হেনা বেগম,আইন শৃঙ্খলা বিষয়ক শরীফপুর ইউপি মহিলা সদস্য নিপা রানী দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক ভূকশিমইল ইউপি মহিলা সদস্য পিয়ারা বেগম, জনস্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক ব্রাহ্মণবাজার ইউপি মহিলা সদস্য পারভীন বেগম, এনজিও বিষয়ক টিলাগাঁও ইউপি মহিলা সদস্য মেহেরজান বেগম, মৎস্য ও প্রাণি বিষয়ক শরীফপুর ইউপি মহিলা সদস্য রাবেয়া বেগম, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক কর্মধা ইউপি মহিলা সদস্য শিল্পী রানী দেব, সদস্য ব্রাহ্মণবাজার ইউপি মহিলা সদস্য মনোয়া বেগম, টিলাগাঁও ইউপি মহিলা সদস্য শিবানী ধর ও ভাটেরা ইউপি মহিলা সদস্য মোছাঃ হেনা বেগম। এছাড়া ফোরামের সাবেক কমিটির সকল সদস্য বর্তমান কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com