কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার পুরসাই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৬ জানুয়ারী সোমবার বিভিন্ন গ্রামের অসহায়, গরীব চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) এর উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং দাতা সংস্থা বাচাও এর অর্থায়নে চক্ষু শিবিরের উদ্বোধনকালে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, এনএসএস’র ভুয়শী প্রশংসা করে সংশ্লিষ্টদের আগামীতে অত্র উপজেলায় আরো সেবাধর্মী প্রকল্প গ্রহনের আহ্বান জানিয়ে হত দরিদ্র মানুষের সেবায় বিত্তশালী ও বেসরকারী সংস্থাদের এগিয়ে আসার এবং মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার সরকারের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান।
এনএসএস এর নির্বাহী পরিচালক, শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সংস্থার কো-অডিনেটার ফজলে মাওলা চৌধুরী (ফুয়াদ) এর পরিচালনায় অনুষ্ঠিত চক্ষু শিবিরের উদ্বোধন সভায় বিশেষ অতিথি ছিলেন রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা মেম্বার কিবরিয়া হোসেন খোকন, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মাদ্রাসা সুপার হাফিজ আনসার উদ্দিন, সংস্থার সহসভাপতি মোশরাফুল করিম চৌধুরী, সমাজসেবী সৈয়দ হাফিজুর রহমান, আব্দুল হামিদ ফটিক, গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।
দিনব্যাপী চক্ষু শিবিরে ডাঃ রাজীব দেব ও ডাঃ এম এ মান্নানের নেতৃত্বে চিকিৎসকদল পুরসাই, ভাটগাও, দেওগাও, টেকিগাও, রাউৎগাও, কালিজুরীসহ বিভিন্ন এলাকার শতাধিক চক্ষু রোগীদের বিনামুল্যে ঔষধসহ চিকিৎসা প্রদান এবং ৪০ জন ছানিপড়া রোগীদের বিনামুল্যে ল্যান্স সংযোজন অপারেশনের জন্য বাছাই করেন।
মন্তব্য করুন