কুলাউড়ায় নিখোঁজ ৪ জনের মধ্যে দুই স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার
এম. মছব্বির আলী॥ কুলাউড়ায় এক দিনে রহস্যজনক ভাবে নিখোঁজ ৩ শিক্ষার্থী সহ এক নির্মান শ্রমিকের মধ্যে পপি ও রিয়া নামের ৬ষ্ট শ্রেণীর দুই স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
১২ জুলাই মঙ্গলবার রাতে তাদেরকে উদ্ধার করা হয়েছে। ঢাকার শাহজাহানপুর থানার একজন পুলিশ কর্মকর্তার সাথে মেয়ে দু’টির তোলা ছবি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার পর রাত আড়াইটায় ঢাকা মেট্রোপলিটনের শাহজাহানপুর থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দু’টি মেয়ে উদ্ধার হয়েছে, তবে এখন বিস্তারিত কিছু জানাতে পারবো না।
জানা গেছে, ১১ জুলাই সোমবার কুলাউড়া পৌর এলাকার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পপি রানী চন্দ (১১) ও রিয়া বেগম (১২) পরীক্ষা দিতে বের হয়। তারা দু’জনই শহর সংলগ্ন কুলাউড়া গ্রামের বাসিন্দা। ওইদিন দুপুর ১টায় পরীক্ষা দেয়ার জন্য বাড়ি হতে বের হলেও পরীক্ষায় যায়নি। বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত তাদের পরীক্ষার সময়সীমা ছিল। সন্ধ্যায় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, পপি এবং রিয়া পরীক্ষা হলে যায়নি। এ ব্যাপারে রাতে কুলাউড়া থানায় দু’টি পৃথক জিডি করা হয়েছে (জিডি নং ৪৩০ ও ৪২৮ তারিখ: ১১/০৭/২০১৬ইং)।
এদিকে, মঙ্গলবার ১২ জুলাই দুপুরের দিকে একজন গৃহপরিচারিকা বিদ্যালয়ের সংলগ্ন উপজেলা কমপ্লেক্স হতে কুঁড়িয়ে পাওয়া পপির ছেঁড়া স্কুল ড্রেস বিদ্যালয়ে এনে জমা দেন।
এদিকে থানায় সাধারন ডায়রীর পর নড়েচড়ে বসে কুলাউড়া থানা পুলিশ। নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালায়। কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে পুলিশ সন্ধান পায় নিখোঁজ স্কুলছাত্রী দু’জনের। সিসিটিভি ফুটেজে চেহারা দেখা যায় দু’জন পপি চন্দ্র (১২) ও রিয়া আক্তার (১২)। ফুটেজে দেখা যায়, এই দুই কিশোরী রেল স্টেশনের দিকে হেঁটে যাচ্ছে।
রাত ১১টায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুদ্দোহা পিপিএম জানান, মেয়ে দুটির সন্ধান পাওয়া গেছে ঢাকার শাহাজানপুর থানায় ওরা রয়েছে। মেয়ে দুটির পরিবারের লোকজন নিয়ে ওসি শামছুদ্দোহা পিপিএম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার রাতেই ঢাকার উদ্দ্যেশ্যে কুলাউড়া ত্যাগ করেছেন।
একই দিন ১১ জুলাই সোমবার বিকেলে কুলাউড়া পৌর এলাকার আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র রানা ঢালী (১৩) বাড়ী থেকে নিখোঁজ হয়।
অপর দিকে আহমদাবাদ (সোনপুর) এলাকার নির্মান শ্রমিক ফাহিম আহমদ (১৮) নিজ বাড়ী থেকে নিখোঁজ হলে এ পর্যন্ত এদের সন্ধান পাওয়া যায়নি।
মন্তব্য করুন