কুলাউড়ায় পানজুমের বিরোধের জেরে যুবককে হত্যা
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় পানজুমের বিরোধের জের ধরে মোঃ রিমন মিয়া (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত রিমন কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের এলাইছ মিয়ার পুত্র।
৬ ফেব্রুয়ারী ৬ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মেঘাটিলা পানপুঞ্জির বিপরীত পার্শ্বে দেওছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে রিমন কর্মধার মেঘাটিলা পুঞ্জির বিপরীত পাশে আমূলী পুঞ্জির দেওছড়া এলাকায় ৫ একর জায়গা লিজ নিয়ে পান চাষ করে আসছিল। প্রতিদিনের মতো রাতে নিজের চাষকৃত পানজুম পাহারার জন্য রিমন সেখানে যায়। সকালে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারে মেঘাটিলা পুঞ্জির পাশে এক যুবকের লাশ পড়ে আছে। পরিবারের লোকজন সেখানে গিয়ে পড়ে থাকা মৃতদেহটি রিমনের বলে চিহ্নিত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে পুলিশ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রিমনের চাচা রুশন মিয়া জানান, পান চাষের জমি লিজ নেয়ার পর থেকে পার্শ্ববর্তী আমুলি পুঞ্জির খাসিয়াদের সাথে বিরোধ চলছিলো। আমূলি পুঞ্জির মন্ত্রী বেশ কিছুদিন আগে রিমনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এর বিরোধের জের ধরেই রিমনকে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁর। নিহত রিমনের পিতা এলাইছ মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামী দিয়ে কুলাউড়া থানায় মামলা (নং-০৪) দায়ের করেছেন। কুলাউড়া থানার এসআই সানাউল্যাহ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পানজুম নিয়ে রিমনের সাথে খাসিয়াদের সাথে বিরোধ রয়েছে শুনেছি। বিষয়টি তদন্ত করলে জানা যাবে। লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন