কুলাউড়ায় পীর মোঃ মাসুকুর রহমান আর নেই
এম. মছব্বির আলী॥ শাহ্ সুফী হযরত মাওলানা ইয়াছিন শাহ্ (রহঃ) এর নাতি, কুলাউড়া রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ক ছাদিকুর রহমানের ভাই, সাংবাদিক মইনুর রহমান সুয়েব ও সাপ্তাহিক সীমান্তের ডাকের প্রকাশক মোহাম্মদ মিসবাউর রহমান এনামের চাচা মৌলভী পীর মাসুকুর রহমান (৮৫) আর নেই। তিনি ১৮ মে বুধবার ভোর ৫টায় মৌলভীবাজার লেইক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইকন্যা, ভাই, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওইদিন বিকেল ৪টায় তাঁর নিজ গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের আশ্রয়গ্রাম প্রাথমিক সরকারী বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজে টিলাগাও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মালিক, কবি আব্দুস শহিদ সাগ্নিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৌলভী পীর মাসুকুর রহমান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সীমান্তের ডাক পত্রিকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ এ কাইয়ূম, উপদেষ্টা ড. বিজয় ভূষণ দাস, উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, অধ্যাপক মিছবাহ্ উদ্দিন কামাল, সম্পাদকমন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, আইন উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল, ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, পরিচালনা পর্ষদের সদস্য মাহফুজ আহমদ, সৈয়দ সামছুল ইসলাম সায়েম, এস এ মামুন, শরিফুজ্জামান শাকিল, মাছুম করিম টিটু, অপু ইসলাম, আবু কাশেম স্বপন ফেরদৌস চৌধুরী, সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, চীফ রিপোর্টার এস আলম সুমন, স্টাফ রিপোর্টার আব্দুল হান্নান, এম এ হামিদ, পৃথিমপাশা প্রতিনিধি রাজু আহমদ, রাউৎগাও প্রতিনিধি এসএইচ সৈকত প্রমুখ।
মন্তব্য করুন