কুলাউড়ায় পুলিশকে আঘাত করে আসামীর পলায়ন
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পুলিশকে আহত করে পালিয়েছে এক আসামী। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সুত্র জানায়, কুলাউড়া থানার এসআই আনোয়ার ও কনস্টেবল অসিত কুমার পাল সাদা পোশাকে পলাতক আসামী ধরতে টিলাগাও ইউনিয়নের লালপুর গ্রামে যান। এসময় আসামী দুনু মিয়ার পুত্র ছালেক মিয়া (২৪) মাঠে ধান কাটছিলেন। কনস্টেবল অসিত তার কোমরে ঝাপটে ধরলে ছালেক মিয়া পুলিশকে লক্ষ্য করে হাতে থাকা কাঁচি দিয়ে কুপ মারে। এতে অসিত গুরুতর আহত হন। সেই সুযোগে আসামী ছালেক পালিয়ে যেতে সক্ষম হয়।
টিলাগাও ইউনিয়নের মেম্বার সুলতান আহমদ জানান, আমি ঘটনার সময় একটি জানাযায় ছিলাম। তবে শুনেছি। পরে একাধিক পুলিশ আসামীকে ধরতে তার বাড়ী ঘেরাও করে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হক জানান, অসিত কুমার পাল নামক এক রোগী ক্ষতস্থানে অন্যত্র ৬টি সেলাই করে হাসপাতালে আসেন এবং অ্যাসল্ট হিসেবে চিকিৎসা নেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম জানান, সাদা পোশাকে নয়, পুলিশী পোশাকে আসামী ধরতে গিয়েছিল। তবে আসামী হামলা করে পালিয়ে গেছে। এ ব্যাপারে পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। আসামীকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য করুন