কুলাউড়ায় পুলিশ অ্যাসল্ট মামলায়  বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৯ নেতাকর্মীকে জেলহাজতে

April 9, 2018,

সাইফুল ইসলাম॥ মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশ অ্যাসল্ট মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৯ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

৯ এপ্রিল সোমবার মৌলভীবাজার চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্টেট্র আদালতের বিচারক এজে আল মাসুদ এ আদেশ দেন।

জেলহাজতে যাওয়া নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, রেদওয়ান খান ও পৌর বিএনপির মুজিবুল আলম সোহেল ও মহিবুর রহমান মলাইসহ প্রমুখ।

আদালত সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি দুপুরে কুলাউড়া কেন্দ্রীয় কর্মসচীর অংশ হিসেবে কুলাউড়া পৌরসভার সামনে মানববন্ধন করতে গেলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে।এতে ওইদিন রাতে পুলিশের উপ-পরির্শক মো.রফিকুল ইসলাম বাদী হয়ে কুলাউড়া থানায় ৫১ জন বিএনপির নেতাকর্মীর নামে পুলিশ অ্যাসল্ট মামলা করেন। পরে বিএনপির নেতৃবৃন্দরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন।

৯ এপ্রিল সোমবার ৬ সপ্তাহ সময়সীমার শেষ দিনে এসব নেতাকর্মী মৌলভীবাজার চীফ জুড়িশিয়্যাল ম্যাজিস্টেট্র আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এজে আল মাসুদ ৩৯ জনকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মৌলভীবাজার কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো.আব্দুল হাই চৌধুরী বিকেলে এতথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com