কুলাউড়ায় বখাটের দায়ের কোপে স্কুলছাত্রী আহতের ঘটনায় আলহেরা স্কুলের শিক্ষার্থীদের মানব বন্ধন

April 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার ৮ম শ্রেণীর ছাত্রী মাইমুনা আক্তার ছামিরার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে তার শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা স্কুল এন্ড কলেজ।
২৯ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় কুলাউড়ায় স্কুল চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে সবাই দোষি জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানব বন্ধনে অংশ গ্রহন করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কৃষকলীগের উপজেলা সভাপতি আব্দুল কাদের, প্রিন্সিপাল মোহাম্মদ মাসুক, স্কুল পরিচালক মিজানুর রহমান মজুমদারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল দুপুর আড়াইটায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দা দিয়ে কুপিয়ে আহত করে ছামিরাকে। সে বর্তমানে সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার ৮ম শ্রেণীর ছাত্রী মাইমুনা আক্তার ছামিরার একমাত্র বিবাদী জুয়েল আহমেদকে পুলিশ ২৮ এপ্রিল বিকেলে মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল মাজেস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com