কুলাউড়ায় বজ্রপাতে পুড়ে গেছে নাইলিমনের শেষ সম্বলটুকু
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জিতে বজ্রপাতের আগুনে পুড়ে গেছে নাইলিমন খিস্বীয়ার থাকার ঘর। সর্বস্ব হারিয়ে তিনি এখন মানবেতর জীবন যাপন করছেন।
স্বামী মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারো বাজ পড়লো নাইলিমন (২৮) এর মাথায়। এলাকাবাসী সূত্রে জানা যায় যে, সাত বছর আগে নাইলিমন, লাস্টিং সুরং নামে এক যুবককে বিয়ে করে সংসার গড়েছিলেন নাইলিমন। কিন্তু দু’ বছরের মধ্যেই স্বামী লাস্টিং ক্যান্সারে আক্রান্ত হন। ৯ এপ্রিল মারা যান তিনি। স্বামী হারানোর দু’সপ্তাহের মধ্যে ১৬ এপ্রিল আনুমানিক রাত ১০ টায় নাইলিমন এর বাড়ির উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘরে আগুন ধরে যায়। পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বজ্রপাতের কারণে ঘরের চালায় স্থাপিত সোলার প্যানেলে আগুণের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পুঞ্জির নিয়মানুযায়ী ঘন্টা বাজালে পুঞ্জিবাসী দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। টানা দু’ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় নিজের অসহায়ত্বের কথা জানিয়ে নাইলিমন জানান, ‘এখন আমি অসহায়। আমার দুটি সন্তান। বড় মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করছে। তার পড়াশুনার খরচ কীভাবে চালাব বুঝতে পারছিনা।’ এ ঘটনায় তাকে সাহায্য করার জন্য পুঞ্জিবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন