কুলাউড়ায় বন বিভাগের ষ্ট্রীপ বনায়নের টেন্ডার নিয়ে ব্যবসায়ীদের গোপন সমঝোতা
ইমাদ উদ দীন॥ কুলাউড়া উপজেলার দুটি রাস্তায় বনবিভাগের ষ্ট্রীপ বনায়নের ৩টি লট বিক্রির টেন্ডারে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে গোপন সমঝোতা করে সরকারের কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন। এব্যাপারে ষ্ট্রীপ বনায়নের উপকারভোগী সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। উপকারভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, ষ্ট্রীপ বনায়নের কুলাউড়া সড়ক ও জনপথের ভুয়াই হতে মানিকসিংহ পর্যন্ত এক কিলোমিটারে ২টি লট এবং কৌলা হতে চৌধুরীবাজার পর্যন্ত ২ কিলোমিটার একটি লট বিক্রয়ের জন্য ২০১৬ সালের ০৫ ডিসেম্বর সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দরপত্র আহ্বান করেন। আহ্বানকৃত দরপত্রের অনুকূলে প্রতি লটের বিপরীতে ৪টি করে সিডিউল বিক্রি হয়।
২৯ ডিসেম্বর টেন্ডার ড্রপিংয়ের আগেই ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে প্রতি লটে একটি করে টেন্ডার ড্রপিং করেন। যা নিয়মের পরিপন্থি। সিডিউল বিক্রির রেজিস্টারে দেখলেই অভিযোগের সত্যতা নিশ্চিত হবে বলে অভিযোগকারী দাবি করেন। এব্যাপারে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ তিনি পান নাই। তবে সিন্ডিকেট করুক আর যাই করুক একটা নিয়ম আছে, গড় নিলাম মুল্যের চেয়ে কম হলে পুনরায় টেন্ডার হবে।
মন্তব্য করুন