কুলাউড়ায় বরসহ ৭ জনের জেল-জরিমানা

November 12, 2016,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া ইউএনও তাহসিনা বেগম এর নেতৃত্বে ১১ নভেম্বর শুক্রবার কর্মধা ও পৃথিমপাশা এলাকায় এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ের আয়োজনের অপরাধে বর পক্ষের ৩ জন ও কনে পক্ষের ৪ জনসহ মোট ৭ জনের জেল-জরিমানা প্রদান করা হয়েছে। জানা যায় কর্মধা ইউনিয়নের পুর্ব কর্মধা নিবাসী মৃত আমীর আলীর অপ্রাপ্ত বয়স্কা মেয়ে পারভীন বেগম (১৫) এর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ইউএনও তাহসিনা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কনের ভাই রুবেল মিয়াকে ১ মাসের ও ভগ্নিপতি আব্দুছ সালামকে ৩ দিনের বিনাশ্রম করাদন্ড,কনের মা খাতিবুন বেগম ও খালা তালেবুন বেগমসহ দু’জনের প্রত্যেককে ১ হাজার টাকা করে দু’হাজার টাকা জরিমানা এবং বর পৃথিমপাশা ইউনিয়নের সম্মান নিবাসী মশাহিদ আলীকে ৩ দিনের,বড় ভাই ইসমাইল আলীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও বরের ভাবী মরিয়ম বেগমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দন্ডপ্রাপ্ত ৪ জনকে কারাগারে প্রেরন করা হয় ও অর্থদন্ডের আসামীরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, সহকারী জাহাঙ্গীর হোসেন, এসআই বাশারসহ কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com