কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে জনসমাবেশ
এমাদ উদ্দিন লিমন॥ কুলাউড়া উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষনা দেয়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাল্যবিবাহ প্রতিরোধে এক জনসমাবেশ ৩০ মে সোমবার অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও কুলাউড়া মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের পরিচালনায় টিলাগাঁও ইউনিয়ন পরিষদ ও স্থানীয় এনজিও সংস্থা ওয়াফের সহযোগীতায় টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, টিলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রশীদ আলী, এস আই ফরিদ আহমদ, ওয়াফের নির্বাহী পরিচালক আব্দুল মালিক, টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র মালাকার, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের সচিব তাজুল ইসলাম প্রমুখ। এসময় অনুষ্টানে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিবাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা দেন এবং বাল্যবিবাহ থেকে বিরত থাকার জন্য আহব্বান জানান। সভা শেষে টিলাগাঁও ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে শপথ পাঠ করান।
মন্তব্য করুন